১৩ এপ্রিলের মধ্যে ৫ হাজার ৯২ কোটি রুপি জমা দিতে সাহারা গ্রুপকে ভারতীয় আদালতের নির্দেশ

বিনিয়োগবার্তা ডেস্ক: সাহারা গ্রুপের কর্ণধার সুব্রত রায় সাহারাকে জেলের বাইরে রাখতে আগামী ১৩ এপ্রিলের মধ্যে ৫ হাজার ৯২ কোটি রুপি জমা দিতে হবে। সাহারা গ্রুপের কাছে বিনিয়োগকারীদের পাওনা মেটাতে গঠিত সেবি-সাহারা রিফান্ড অ্যাকাউন্টে এ অর্থ জমা দিতে হবে। ভারতের সুপ্রিম কোর্ট গতকাল এক রায়ে এ আদেশ দেন। খবর দ্য হিন্দু।

ভারতের সর্বোচ্চ আদালত সাহারা গ্রুপের মালিকানাধীন ১৩টি সম্পদ বিক্রি করে এ অর্থ সংগ্রহের নির্দেশনা দিয়েছেন। বিচারপতি দীপক মিশ্র, রঞ্জন গগৈ ও এ কে শাস্ত্রীর বেঞ্চের রায়ে বলা হয়, নির্দেশনা মোতাবেক অর্থ যথাসময়ে জমা দিতে সমর্থ হলে আদালত সাহারা গ্রুপকে বাকি অর্থ সংগ্রহের জন্য বাড়তি সময় দিতে পারেন।

সাহারা গ্রুপের বিক্রির অনুমতিপ্রাপ্ত সম্পদের মধ্যে রয়েছে— লক্ষ্ণৌর সাহারা হসপিটাল, কলকাতার সাহারা ইন্ডিয়া সদন, গুরগাঁও ও দিল্লিতে কোম্পানির দুটি প্লট এবং ইন্দোর, লক্ষ্ণৌ, কোয়িম্বাটোর, ভুপাল, গুনা, কাটনি, হরিদ্বার ও পুনের সাহারা সিটি হোমস প্রকল্প।

 

(এসএএম/ ০৪ মার্চ ২০১৭)


Comment As:

Comment (0)