পিক্সেল ৮ প্রো

পিক্সেল ৮ প্রোর ক্যামেরা সেন্সরে পরিবর্তন আনবে গুগল

তথ্য-প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বাজারে বর্তমানে গুগল পিক্সেলের অবস্থান শীর্ষে। ফোল্ডেবল ডিভাইস আনার মাধ্যমে আরো এক ধাপ এগিয়ে গেছে এ সিরিজ।

শিগগির বাজারে ৮ সিরিজ উন্মোচন করবে যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি জায়ান্ট। নতুন সিরিজের মধ্যে পিক্সেল ৮ ও ৮প্রোর ক্যামেরায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।

লিকস্টার কামিলা ওজসিচোস্কার মতে, গুগলের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ডিভাইসে স্যামসাংয়ের আইএসওসেল জিএন২ সেন্সর থাকতে পারে। গ্যালাক্সি এস২২ ও এস২৩-তেও একই প্রসেসর ব্যবহার করা হয়েছে।

জিএন২ প্রসেসরটি আগের ভার্সনের তুলনায় আকারে বড় এবং ছবি তোলার সময় ৩৫ শতাংশ বেশি আলো ধারণ করতে পারে। এ প্রসেসরে এইটকে/৩০ এফপিএস ভিডিও ক্যাপচার, এইচডিআরসহ বিভিন্ন ফিচার রয়েছে।

কামিলার তথ্যানুযায়ী দুটি ডিভাইসেই জিএন২ প্রসেসর থাকবে। এটি ছাড়াও গুগল সনির ৬৪ মেগাপিক্সেলের আইএমএক্স৭৮৭ প্রসেসর ব্যবহারের কথাও ভাবছে। পিক্সেল ৭এ-এর প্রাইমারি ক্যামেরায় এ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

বিনিয়োগবার্তা/এনএএস//
 


Comment As:

Comment (0)