হিলি স্থলবন্দর

হিলি স্থলবন্দরে চার মাসে রাজস্ব আয় ১৫১ কোটি টাকা

হিলি  প্রতিনিধি: ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে  ১৫০ কোটি ৮২ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ কোটি টাকা বেশি বন্দর দিয়ে জিরাসহ অধিক শুল্ক পণ্যের আমদানি অব্যাহত থাকলে রাজস্ব আহরণ আরো বাড়বে বলে মনে করছে কাস্টমস কর্তৃপক্ষ

হিলি স্থলবন্দর শুল্কস্টেশন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৩১ কোটি ৮০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে পরের মাস আগস্টে রাজস্ব আদায়ের পরিমাণ কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ কোটি ৯২ লাখ টাকায় তবে সেপ্টেম্বর থেকে রাজস্ব আদায়ের পরিমাণ কিছুটা কমেছে মাসটিতে ৩৮ কোটি ৩৯ লাখ টাকা রাজস্ব আহরণ হয়েছে অক্টোবরে রাজস্ব আদায়ের পরিমাণ আরো কিছুটা কমে দাঁড়িয়েছে ৩৬ কোটি ৭১ লাখ টাকায়

চার মাসে হিলি স্থলবন্দরে মোট রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৫০ কোটি ৮২ লাখ টাকা, যা ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের চেয়ে ১৩ কোটি ২৬ লাখ টাকা বেশি গত বছরের জুলাই-অক্টোবরে রাজস্ব আহরণ হয়েছিল ১৩৭ কোটি ৫৬ লাখ টাকা এছাড়া গত অর্থবছরের একই সময়ে বন্দর দিয়ে মোট লাখ ৬৮ হাজার টন পণ্য আমদানি হয়েছিল, যার মধ্যে হাজার ৪৫২ টন ছিল জিরা চলতি বছর জুলাই-অক্টোবর সময়ে আমদানির পরিমাণ ছিল লাখ ৮৭ হাজার টনে, যার মধ্যে হাজার ৮৮৮ টন ছিল জিরা পণ্য আমদানির পরিমাণ কমলেও শুল্কহার বাড়ায় রাজস্ব সংগ্রহের পরিমাণ বেড়েছে

হিলি স্থল শুল্কস্টেশনের কর্মকর্তা বায়জিদ হোসেন বলেন, ‘‌২০২৩-২৪ অর্থবছরে হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা এখনো নির্ধারণ করে দেয়নি এনবিআর তার পরও আমরা চলতি অর্থবছরের প্রথম চার মাসে ১৫০ কোটি ৮২ লাখ টাকা রাজস্ব আহরণ করতে সক্ষম হয়েছি গত বছরের তুলনায় ১৩ কোটি ২৬ লাখ টাকা বেশি রাজস্ব এসেছে

বিনিয়োগবার্তা/এনআই/এসএএম//

 


Comment As:

Comment (0)