Telegram Screen Share 180124

টেলিগ্রামে ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ার করার নিয়ম

তথ্যপ্রযুক্তি ডেস্ক: টেলিগ্রাম বর্তমানে একটি জনপ্রিয় অ্যাপ। এর মাধ্যমে একে অন্যের সঙ্গে চ্যাট করার পাশাপাশি অনেকেই অনেক কিছু শেয়ার করেন। এছাড়া ভিডিও কলের জন্য সেরা একটি অ্যাপ হচ্ছে টেলিগ্রাম। টেলিগ্রামে ভিডিও কল চলাকালীন স্ক্রিন শেয়ার করা যায়।

নিজেদের ফোন ছাড়াও ডেস্কটপ এবং ল্যাপটপে টেলিগ্রামে ভিডিও কল চলাকালীন স্ক্রিন শেয়ার করা সম্ভব। দেখে নিন কীভাবে কাজটি করবেন-

>> এজন্য প্রথমেই টেলিগ্রাম অ্যাপটি ওপেন করতে হবে এবং একটি কল শুরু করতে হবে। পছন্দসই পরিচিতির সঙ্গে ভিডিও কল শুরু করা যেতে পারে।

>> ভিডিও কলে থাকাকালীন সার্চ করতে হবে এবং স্ক্রিনের উপরের ডানদিকে থাকা তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে।

>> তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে এবং তারপরে প্রদর্শিত বিকল্পগুলো থেকে ‘শেয়ার স্ক্রিন’ সিলেক্ট করতে হবে।

>> এটি নিজেদের ফোন মডেলের উপর এবং অ্যান্ড্রয়েড সংস্করণের উপর নির্ভর করে। এর জন্য একটি কনফারমেশন প্রম্পট দেখা যাবে। অথবা সরাসরি ‘সম্পূর্ণ শেয়ার করুন’ বা ‘নির্দিষ্ট উইন্ডো শেয়ার করুন’ বিকল্প দেখা যাবে।

>> কেউ যদি চায় শুধু একটি নির্দিষ্ট অ্যাপ বা নির্দিষ্ট স্ক্রিনের অংশ শেয়ার করতে পারে।

>> একবার কী শেয়ার করা হবে তা সিলেক্ট করার পরে ‘সম্প্রচার শুরু করুন’ (‘এখনই শুরু করুন’ বা অনুরূপ ডিভাইসের উপর নির্ভর করে) সিলেক্ট করতে হবে।

>> যখন নিজেদের স্ক্রিন শেয়ার করা শেষ করা হবে, শুধু ‘সম্প্রচার বন্ধ করুন’ (বা অনুরূপ) বাটনে ক্লিক করতে হবে। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)