প্রিয়জনের লোকেশন দেখা যাবে হোয়াটসঅ্যাপের এই ফিচারে
বিনিয়োগবার্তা ডেস্ক: প্রিয়জন কোথায় আছে, তা ঠিকঠাকভাবে জানা যায় হোয়াটসঅ্যাপ লাইভ লোকেশন শেয়ারিংয়ের মাধ্যমে। অথবা পরিবারের কাউকে দূরে কোথাও যাওয়ার জন্য গাড়িতে তুলে দিয়ে দুশ্চিন্তা মুক্ত থাকা সম্ভব এই ফিচারের ফলে। এমনকি চাইলে আপনার লোকেশনও শেয়ার করতে পারবেন যে কাউকে। একই সাথে কেউ লোকেশন শেয়ার করলে আপনার থেকে কত দূরে অবস্থান করছে তাও লাইভ দেখতে পারবেন।
যেভাবে শেয়ার করবেন লোকেশন-
১. প্রথমে আপনার ডিভাইসের লোকেশন অপশন চালু করুন।
২. এরপর যাকে লোকেশন শেয়ার করতে চান তার চ্যাটবক্সে যান।
৩. ফাইল সংযোগ করার অপশনে চাপ দিন। (উপরের ছবিগুলো বাঁ থেকে অনুসরণ করুন)
৪. পপ আপ উইন্ডোর মত কতগুলো অপশন থেকে ‘লোকেশন’ অপশনটিতে চাপ দিন।
৫. সেখান থেকে ‘শেয়ার লাইভ লোকেশন’ অপশনটিতে চাপ দিন। (হোয়াটসঅ্যাপে লোকেশন অ্যাক্সেস দেওয়া না থাকলে দিয়ে দিন।)
৬. তারপরের অপশনে নির্দিষ্ট করে দিতে পারবেন কত সময়ের জন্য লোকেশন শেয়ার করতে চান আপনি। এখান থেকে ১৫ মিনিট, এক ঘণ্টা, আট ঘণ্টা যে কোনো একটি সিলেক্ট করে নিচের অ্যারো চিহ্নতে চাপ দিন।
৭. এবার আপনি যে লোকেশনে আছেন সেটি শেয়ার হয়ে যাবে। যাকে শেয়ার করেছেন অন্য কোথায় সরে গেলেও আপনার লাইভ লোকেশন দেখতে পারবেন তিনি।
এরপর আপনি চাইলে চ্যাটবক্স থেকে স্টপ শেয়ারিংয়ে চাপ দিয়ে আপনার লোকেশন শেয়ার বন্ধ করে দিতে পারবেন। আর কেউ যদি আপনাকে লোকেশন শেয়ার করে থাকে তাহলে শেষের ছবিটির মত আপনার থেকে কত দূরে অবস্থান করছে তা দেখতে পারবেন। আপনি চাইলে একসাথে কয়েকজনের সাথে লোকেশন শেয়ার করতে পারবেন। এভাবে সবাই সবার লাইভ লোকেশন দেখতে পারবে।
বিনিয়োগবার্তা/ডিএফই//