National University 030424

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী ৮৮ দশমিক ৪৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, ফলাফল প্রকাশিত হলেও তা বুধবার সন্ধ্যা ৭টা থেকে জানতে পারবেন শিক্ষার্থীরা। এসএমএসের মাধ্যমে যেকোনো মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে nuh1Registration No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd Ges www.nubd.info থেকেও ফলাফল জানা যাবে।

২০২২ সালের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় ৩১টি বিষয়ে ৮৮০টি কলেজের মোট ৪ লাখ ৪৩ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী ৩৩৯টি কেন্দ্রের মাধ্যমে অংশ নেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)