পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতে নিযুক্ত বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত পর্তুগিজ হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশে কনস্যুলেট অফিস খুলবে পর্তুগাল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কনস্যুলেট অফিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশ পর্তুগাল।
বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠককালে ভারতে নিযুক্ত বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত পর্তুগালের হাইকমিশনার জোয়াও ম্যানুয়েল মেন্ডেস রিবেরিও দ্য আলমেইদা (Joao Manuel Mendes Ribeiro de Almeida) এ তথ্য জানান।
পরে মন্ত্রণালয়ের ব্রিফিং রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য নিশ্চিত করেন ড. হাসান মাহমুদ।প
ররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।
ড. হাছান বলেন, পর্তুগালে প্রায় ২০ হাজার বাংলাদেশির মধ্যে অর্ধেকই সেখানে নাগরিকত্ব পেয়েছেন। পর্তুগালে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে আমরা তাদের সহযোগিতা চেয়েছি।
ভিসা সহজ করতে পর্তুগাল ঢাকায় একটি কনসাল জেনারেলের অফিস খোলার পরিকল্পনা করেছে বলে হাইকমিশনার আমাদেরকে জানিয়েছেন, যোগ করেন মন্ত্রী।
বিনিয়োগবার্তা/শামীম//