ব্রিকসে অন্তর্ভুক্তিতে বাংলাদেশকে সহযোগিতা করবে ব্রাজিল
নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী বাংলাদেশ। ব্রিকসে অন্তর্ভুক্ত হতে বাংলাদেশকে সহযোগিতা করবে ব্রাজিল। আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফর করবেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভার আমন্ত্রণে। ঢাকা সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান দুই মন্ত্রী। গতকাল বিকালে রাজধানীর মিন্টো রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে একটি যৌথ বিবৃতি দেয়া হয়েছে।
ব্রিকসের সদস্যপদ পেতে বাংলাদেশকে ব্রাজিল সমর্থন করার আশ্বাস দিয়ে মাউরো ভিয়েরা বলেন, ‘বন্ধুরাষ্ট্র হিসেবে ব্রাজিল বাংলাদেশকে যেকোনো বিষয়ে সহযোগিতা দিতে আগ্রহী। সে লক্ষ্যে ব্রিকসের সদস্যপদ পেতে বাংলাদেশকে সমর্থন করবে ব্রাজিল।’
ব্রিকসের উদ্যোগে ২০১৫ সালের ২১ জুলাই যাত্রা করে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। ২০২১ সালে এনডিবিতে যোগ দেয় বাংলাদেশ। মূল জোটেও যোগ দিতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ। এদিকে লাতিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশ ব্রাজিল বর্তমানে জি২০ জোটের প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছে। তাদের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে এ সফরকে ‘বড় সুযোগ’ হিসেবে দেখছে ঢাকা।
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘প্রথম ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। খুব সফল আলোচনা হয়েছে। এ বৈঠকে তুলা আমদানি বৃদ্ধির বিষয়ে কথা হয়েছে। বাণিজ্য শুল্ক কমানোর কথাও জানানো হয়েছে। এছাড়া স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগে ব্রাজিলিয়ান বিনিয়োগকারীদের আহ্বান জানানো হয়েছে।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তার বিষয়ে কথা হয়েছে। জলবায়ু পরিবর্তন এখন দুই দেশের বড় একটা সংকট। এটি মোকাবেলায় একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। ব্রিকসে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশকে সহযোগিতা করবে ব্রাজিল।’
এ বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে কারিগরি সহযোগিতা বিষয়ক চুক্তি ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়। বর্তমানে ব্রাজিল থেকে চিনি, ভোজ্যতেল, গমসহ বিভিন্ন নিত্যপণ্যের পাশাপাশি তৈরি পোশাক শিল্পের জন্য বিপুল পরিমাণ তুলা আমদানি করে বাংলাদেশ। ব্রাজিলের তুলা কেনার ক্ষেত্রে বাংলাদেশ রয়েছে বিশ্বে চতুর্থ স্থানে। ফলে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এ সফর ঢাকার জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এদিকে আগামী ঈদুল আজহা সামনে রেখে ব্রাজিল থেকে গরু আনতে চায় বাংলাদেশ। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে অনুরোধ জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বাণিজ্য প্রতিমন্ত্রী রবিবার বিকালে রাজধানীর একটি হোটেলে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহসানুল ইসলাম টিটু বলেন, ‘ব্রাজিল অত্যন্ত কম দামে মাংস রফতানি করে। আমরা কোরবানি সামনে রেখে তাদের ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি, যদি সস্তাই হয়, তাহলে কোরবানির সময় গরু পাঠানোর ব্যবস্থা করা যায় কিনা আমরা সম্ভাব্যতাগুলো দেখব।’
ব্রাজিল মাংস প্রক্রিয়াকরণে জোর দিয়েছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাইছি যে শুধু বাংলাদেশের বাজার নয়, তারা যাতে বাংলাদেশে প্রক্রিয়াকরণ করার পর গোটা এশিয়ায় রফতানি করে, সেটির বিষয়ে তাদের আমরা উৎসাহিত করেছি।’
গতকাল সকাল ১০টায় দিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছেন মাউরো ভিয়েরা। আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে একটি বক্তৃতায় অংশ নেয়ার পর রাতেই ঢাকা ছাড়বেন তিনি।
বিনিয়োগবার্তা/ডিএফই//