পদোন্নতি পেলেন পুলিশের ২০ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের দুদিন আগে পদোন্নতি পেয়েছেন পুলিশের ২০ কর্মকর্তা। এরা সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত সোমবার এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।
এতে বলা হয়েছে, পুলিশের এ ২০ কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র প্রেরণ করবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিনিয়োগবার্তা/ডিএফই//