Marcantile Bank Training

মার্কেন্টাইল ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট “মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ” শীর্ষক দিনব্যাপী কর্মশালা আয়োজন করেছে। এতে ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান কোর্সটি উদ্বোধন করেন। মতিউল উদ্বোধনী বক্তব্যে মানি লন্ডারিং সংক্রান্ত গাইডলাইন্স যথাযথ অনুসরণের জন্য প্রশিক্ষণার্থীদের নির্দেশনা দেন।

ব্যাংকের উপব্যস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। বিআইবিএম এর ফ্যাকাল্টি মাহমুদুল আমিন মাসুদ অনুষ্ঠানে একটি সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণে ট্রেনিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টিবৃন্দ বিভিন্ন সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণটি সঞ্চালনার পাশাপাশি একটি সেশন পরিচালনা করেন ট্রেনিং ইনস্টিউিটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)