বৈদ্যুতিক সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড
হিথ্রো বিমানবন্দর বন্ধে বিশ্বব্যাপী বিমান চলাচলে বিঘ্ন
ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের কাছে একটি বৈদ্যুতিক সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে শুক্রবার (২১ মার্চ) বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে পুরো স্থাপনাটি। এত বিশাল বিমানবন্দরের এমন হঠাৎ অচল হয়ে পড়ায় বিশ্বজুড়ে বিমানের সময়সূচি ব্যাহত হয়েছে। খবর: দ্য গার্ডিয়ান।
লন্ডনের পশ্চিমের ওই এলাকায় সংঘটিত ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে প্রায় ৭০ জন অগ্নিনির্বাপক কর্মীর কাজ করতে হয়েছে। বিকল হয়ে পড়েছে ওই এলাকার জরুরি বিদ্যুৎ ব্যবস্থাও বিকল হয়ে পড়ে। এতে ইউরোপের ব্যস্ততম এবং বিশ্বের পঞ্চম-ব্যস্ততম বিমানবন্দর হিথ্রোতে ব্যাপক বিপর্যয় দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতের ওই বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বিশাল কমলা রঙের আগুন এবং কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা যায়। পরে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ সময় থেকেই আশপাশের এলাকার কয়েক হাজার বাড়ি ও পুরো বিমানবন্দর এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
বার্তা সংস্থা বিবিসির তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ফলে এরইমধ্যে ১৬ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেই সঙ্গে অনেককেই সরিয়ে নেয়া হয়েছে। আর যুক্তরাজ্যের সবচেয়ে বড় এ বিমানবন্দরে প্রতিদিন গড়ে ১ হাজার ৩০০ ফ্লাইট ওঠানামা করে। বিদ্যুৎ না থাকায় বিমানবন্দরের সব ধরনের কাজ বন্ধ রয়েছে।
ফ্লাইটরাডার টোয়েন্টিফোরের মতে, শুক্রবার সকালে কমপক্ষে ১২০টি ফ্লাইটকে হিথ্রোর পরিবর্তে অন্য বিমানবন্দরে স্থানান্তর করতে হয়েছে।
কোয়ান্টাস এয়ারওয়েজ পার্থ থেকে একটি ফ্লাইট প্যারিসে পাঠিয়েছে, ইউনাইটেড এয়ারলাইন্সের নিউ ইয়র্কের একটি ফ্লাইট আয়ারল্যান্ডের শ্যাননে এবং সান ফ্রান্সিসকো থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট লন্ডনের পরিবর্তে ওয়াশিংটন ডিসিতে পাঠানো হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে আসা কিছু ফ্লাইটকে আবার ফিরে যেতে হয়েছে।
হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দিনের বেলায় তাদের ১ হাজার ৩৫১টি ফ্লাইট পরিচালনার কথা ছিল, যার মাধ্যমে ২ লাখ ৯১ হাজার যাত্রী যাতায়াত করতেন। তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিমানবন্দরটি মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ আরো বলেছে, যাত্রীদের বিমানবন্দরে ভ্রমণ না করার পরামর্শ দেয়া হচ্ছে এবং আরো তথ্যের জন্য তাদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগের আহ্বান করা হচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
বিনিয়োগবার্তা/এসএএম//