Road Block in Savar for Salary and Vacation

বেতন ও ১০ দিনের ছুটির দাবিতে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি: ঈদের ছুটি ও বেতনের দাবিতে সাভারের হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন জিনস অ্যাপারেলস নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সড়কটি অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা আলোচনার জন্য শ্রমিকদের কাছ থেকে এক ঘণ্টা সময় নেন।

শ্রমিকরা জানান, ঈদের ছুটি ও চলতি মাসের বেতনের দাবি জানানো হয়েছে। কিন্তু মালিকপক্ষ এখনও বেতন পরিশোধ করেনি। এ ছাড়া ঈদের ছুটি নিয়েও টালবাহানা করছে। এ সময় শ্রমিকরা চলতি মাসের বেতন ও ঈদের ছুটির দাবি জানান।

আশুলিয়া শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকরা চলতি মাসের বেতন ও ঈদে ১০ দিনের ছুটির দাবি জানিয়ে সড়ক অবরোধ করেন। পরে আমরা আলোচনার জন্য শ্রমিকদের কাছ থেকে এক ঘণ্টা সময় নিয়েছি। বর্তমানে শ্রমিকরা সড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নিয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)


Loading...