Sundarban Fire Again

এবার সুন্দরবনের অন্য এলাকায় আগুন

জেলা প্রতিনিধি: কলমতেজীর পর এবার আগুন লেগেছে সুন্দরবনের গুলিশাখালী এলাকায়। রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আগুনের খবর পেয়ে সেখানে ছুটে যান বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের গুলিশাখালী ক্যাম্পের গুলিশাখালীর বনের অভ্যন্তরে আগুন দেখা গেছে। আগুন দেখামাত্র সেখানে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাঠানো হয়েছে। তারা এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। আমি নিজেও ঘটনাস্থলের উদ্দেশ্যে পথে রয়েছি। পরিস্থিতি দেখে ও বুঝে পরে বিস্তারিত জানানো হবে।

তিনি আরও বলেন, শনিবার কলমতেজী ক্যাম্পের যেখানে আগুন লাগে গুলিশাখালী ক্যাম্প এর কাছাকাছি। এখন সুন্দরবনের কলমতেজী ও গুলিশাখালী দুই পয়েন্টেই আগুন জ্বলছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)