চীনা জেটের তাড়া খেয়ে পালালো পঞ্চম প্রজন্মের মার্কিন যুদ্ধবিমান
ডেস্ক রিপোর্ট: চীনা জেটের তাড়া খেয়ে পালিয়েছে আমেরিকার গর্ব পঞ্চম প্রজন্মের ‘স্টেল্থ’ শ্রেণির এফ-২২ র্যাপটর এবং এফ-৩৫ যুদ্ধবিমান। চীনের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাঝ-আকাশের লড়াইয়ে (ডগফাইট) যুক্তরাষ্ট্রের জোড়া যুদ্ধবিমানকে নাকানি-চুবানি খাইয়েছে তাদের সাড়ে চার প্রজন্মের জে-১৬ যুদ্ধবিমান।
খবর গ্লোবাল টাইমস চায়না সেন্ট্রাল টেলিভিশনের।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকার আকাশে হয়েছে এই মার্কিন-চীন লড়াকু জেটের ‘ডগফাইট’। অবশেষে চীনা যুদ্ধবিমানের তাড়া খেয়ে ল্যাজ গুটিয়ে পালিয়েছে যুক্তরাষ্ট্রের গর্বের এফ-২২ র্যাপ্টর এবং এফ-৩৫ লাইটনিং টু!
চীনের সরকারি গণমাধ্যমে এই খবর সম্প্রচারিত হতেই দুনিয়া জুড়ে পড়ে গেছে শোরগোল। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি আমেরিকা।
তবে ঘটনা সত্যি হলে ওয়াশিংটনের পঞ্চম প্রজন্মের ‘স্টেল্থ’ শ্রেণির জোড়া লড়াকু জেটের গুণগত মান নিয়ে যে প্রশ্ন উঠবে, তা বলাই বাহুল্য।
চলতি বছরের ৩ অক্টোবর তথ্যচিত্রভিত্তিক একটি প্রতিবেদন প্রকাশ করে চীনের সরকারি গণমাধ্যম ‘গ্লোবাল টাইমস চায়না সেন্ট্রাল টেলিভিশন’।
সেখানে যুক্তরাষ্ট্রের এফ-২২ এবং এফ-৩৫ লড়াকু জেট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন চীনা ‘পিপল্স লিবারেশন আর্মি’ বা পিএলএ বিমানবাহিনীর এক পাইলট।
তার দাবি, ধারে ও ভারে অনেক কম ক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমানের ককপিটে বসে জোড়া মার্কিন জেটকে ‘লক’ করতে সক্ষম হয়েছেন তিনি। ফলে কোনও মতে পালিয়ে বাঁচে মার্কিন জেট।
‘গ্লোবাল টাইমস চায়না সেন্ট্রাল টেলিভিশন’ জানিয়েছে, গত বছর ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ঘটে ওই ঘটনা। তথ্যচিত্রভিত্তিক প্রতিবেদনটিতে অবশ্য সরাসরি কোনও মার্কিন লড়াকু জেটের নাম করা হয়নি। তবে যে দু’টি যুদ্ধবিমানের বিবরণ দেওয়া হয়েছে, তার সঙ্গে আমেরিকার বিখ্যাত প্রতিরক্ষা সংস্থা ‘লকহিড মার্টিন’-এর তৈরি এফ-২২ র্যাপ্টর এবং এফ-৩৫ লাইটনিং টু-র হুবহু মিল রয়েছে।
সংশ্লিষ্ট রিপোর্টটিতে পিএলএ বিমানবাহিনীর পাইলট লি চাওয়ের সাক্ষাৎকার সম্প্রচার করেছে চীনের অন্য সব সরকারি গণমাধ্যম।
চীনা লড়াকু পাইলটের বয়ান অনুযায়ী, ২০২৪ সালে ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মহড়ার সময় মাঝ-আকাশে হঠাৎই জোড়া মার্কিন জেটের মুখোমুখি হন তিনি।
ওই সময় দেশীয় ভাবে তৈরি জে-১৬ যুদ্ধবিমান ওড়াচ্ছিলেন লি। যুক্তরাষ্ট্রের জেটগুলি চীনের দু’টি বিমানকে ঘিরে ধরে। ক্রমাগত দিতে থাকে যুদ্ধের উস্কানি। তীব্র গতিতে তারা চীনা উপকূল ভাগের দিকে ছুটে আসছিল। ফলে বাধ্য হয়ে আমেরিকার জেটগুলিকে তাড়া করে চীন।
বিনিয়োগবার্তা/ডিএফই//