চীনা পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব নাকচ করেছে যুক্তরাষ্ট্র

বিনিয়োগবার্তা ডেস্ক: উত্তর কোরিয়ার সাম্প্রতিক সিরিজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে দেশটির সঙ্গে মার্কিন প্রশাসনের মুখোমুখি সংঘর্ষের সম্ভাবনা ও তা নিরসনে উভয় পক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন চীন। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কার্যক্রম বন্ধের বিপরীতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া বন্ধে প্রস্তাব দিয়েছে দেশটি। কিন্তু মার্কিন প্রশাসন চীনের এ প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে।

স্থানীয় সময় বুধবার (৮ মার্চ) বার্ষিক পার্লামেন্টারি বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উত্তর কোরিয়ার প্রতি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পারমাণবিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে দেশটির এ কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া দায়ী করেন তিনি। উত্তেজনা কমিয়ে আনতে এ সামরিক মহড়া বন্ধেরও আহ্বান জানান।

তার মতে, সংকট সমাধানে সব পক্ষকেই সমান আগ্রহ নিয়ে এগিয়ে আসতে হবে। এ বিষয়ে সব পক্ষের আগ্রহ আছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ওয়াং দুই পক্ষকে দুটি দ্রুতগতির ট্রেনের সঙ্গে তুলনা করেছেন। যদি কোনো পক্ষ পাশ না কাটায় তবে সংঘর্ষ অবসম্ভাবী বলে মনে করছেন ওয়াং।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর এ আহ্বানের পরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি তা নাকচ করে দেয়া হয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এ প্রস্তাবকে ‘সংকট সমাধানের পথে টেকসই কোনো পন্থা’ বলে মনে করছে না।

মুখপাত্র মার্ক টোনার বলেন, ‘সামরিক মিত্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে পরিচালিত এ যৌথ মহড়াকে কোনো ভাবেই উত্তর কোরিয়ার বেআইনি কাজের সঙ্গে তুলনা করা যাবে না। ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে কিম জং-উন প্রশাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।’ এ ইস্যুতে সংকট সমাধানে মার্কিন প্রশাসনের সামনে নতুন কৌশল নেয়ার সময় এসেছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ‘বেআইনি কর্মকাণ্ড থেকে উত্তর কোরিয়াকে সরিয়ে আনতে আমাদের কোনো উদ্যোগই এখন পর্যন্ত কাজে আসেনি। তাই এখন কৌশল পরিবর্তনের সময় এসেছে।’ তবে এ নতুন কৌশল কূটনৈতিক পদ্ধতিতে নাকি সামরিক পদ্ধতিতে প্রয়োগ করা হবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

তবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিক্কি হ্যালি মন্তব্য করেন, ‘ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কার্যক্রম থেকে উত্তর কোরিয়াকে সরিয়ে আনতে সম্ভাব্য সবগুলো পন্থায় কূটনীতির টেবিলে আছে। এ ইস্যুতে এটাই সবচে কার্যকর পন্থা।’

উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলার ভয় থেকে দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (থাড) মোতায়েনে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। বেইজিং নিজেও দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা স্থাপন নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। এ ধরনের পদক্ষেপ দেশটির কৌশলগত নিরাপত্তাকে দুর্বল করবে বলে উদ্বিগ্ন চীন।

(এমআইআর/ ০৯ মার্চ ২০১৭)


Comment As:

Comment (0)