৩০ বছরের মধ্যে সর্ববৃহৎ খনির সন্ধান পেল যুক্তরাষ্ট্র
বিনিয়োগবার্তা ডেস্ক: গত তিরিশ বছরের মধ্যে সর্ববৃহৎ তেলের মজুদ খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র। আলাস্কায় ১২০ কোটি ব্যারেল তেল সমৃদ্ধ একটি খনির সন্ধান মিলেছে। এই আবিষ্কারের ফলে আশা করা হচ্ছে অঙ্গরাজ্যটিতে বাজেট ঘাটতি নিয়ে যে সমস্যা চলে আসছিল সেটি আর থাকবে না আর নতুন খনি আবিষ্কার না হওয়ায় এবং পরিবেশগত কারণে তেল উৎপাদনে যে নিম্নগতি শুরু হয়েছিল তা থেকে উত্তরণ ঘটবে।
মাত্র কয়েক দিন আগেই আলাস্কার নর্থ স্লোপ এলাকায় এই নতুন খনিটি আবিষ্কার করা হয়েছে। আগে এই এলাকাটিকে নিঃশেষ হয়ে যাওয়া তেলের অববাহিকা বলে মনে করা হতো।
স্প্যানিশ তেল কোম্পানি রেপসল এবং তার মার্কিন সহযোগী আর্মস্ট্রং এনার্জিং গত বৃহস্পতিবার (৯ মার্চ) নতুন আবিষ্কারের ঘোষণা দেয়। তারা ২০২১ সাল থেকে উৎপাদনে যেতে পারবে বলে আশা করছে। সব ঠিক থাকলে দৈনিক উৎপাদন হবে ১ লাখ ২০ হাজার ব্যারেল।
তেলের এই খনিটি মূলত হোর্সহো নামে একটি কূপের নিচে অবস্থিত। এর ৭৫ শতাংশের মালিক ডেনভার ভিত্তিত কোম্পানি আর্মস্ট্রং। বাকিটার মালিকানা রেপসলের।
তবে এই খবর যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারীদের উদ্বেগ কমাতে পারবে বলে মনে করছেন না বিশ্লেষকরা। যদিও তেল উৎপাদক দেশগুলোর সংগঠন ওপেকের (OPEC) সঙ্গে দাম নিয়ে দুই বছরের দ্বন্দ্বের পর শেল অয়েল উৎপাদকরা উৎপাদন বাড়ানোর দিকে নজর দিচ্ছেন বলেই মনে হচ্ছে।
আলাস্কার তেল পাইপলাইনআলাস্কার তেল পাইপলাইনযুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের রাজস্বের বেশিরভাগটাই তেল ও গ্যাস থেকে প্রাপ্ত করের ওপর নির্ভরশীল। কিন্তু গত বছর থেকে পেট্রোলিয়াম শিল্পে নানা সমস্যায় উৎপাদন অনেকখানি কমাতে হয়েছে। তাছাড়া অনেক খনির বয়সই বেড়ে গেছে ফলে উৎপাদন কমেছে। একই সাথে সাম্প্রতিক বছরগুলোতে তেলের দাম প্রায় অর্ধেক কমে গেছে।
ট্রান্স আলাস্কা পাইপলাইন ব্যবস্থা এখন খুব কমই ব্যবহার করা হয়। ফলে এটি সমস্যাকে আরো জটিল করে তুলেছে।
এ ব্যাপারে অঙ্গরাজ্যের গভর্নর বিল ওয়াকার বলেন, আলাস্কার জন্য এটি সত্যিই দারুণ খবর। আমরা এখন অবশ্যই পাইপলাইনটি ভরে তেল সরবরাহের ব্যবস্থা করবো যেটি এখন তিন চতুর্থাংশই খালি থাকে।
সূত্র: সিএনএন
(এমআইআর/ ১১ মার্চ ২০১৭)