দুবাইয়ে দ্বিতীয় আইপিও সামিট শুরু ১৪ মার্চ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আঞ্চলিক পর্যায়ে দ্বিতীয় বারের মতো আয়োজিত হতে যাচ্ছে আরব আইপিও সামিট। দুবাইয়ের শেরাটন ক্রেট হোটেলে আগামী ১৪-১৫ মার্চ এ সামিট অনুষ্ঠিত হবে। আয়োজক প্রতিষ্ঠান ইউএমএস শনিবার এতে অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করেছে।
লন্ডন স্টক এক্সচেঞ্জ, আবু ধাবি স্টক সিকিউরিটিজ এক্সচেঞ্জ, ফিলিস্তিন এক্সচেঞ্জ, মাস্কট সিকিউরিজ মার্কেট, মিশরের এক্সচেঞ্জ এবং মিশরের আর্থিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, ক্যাপিটাল মার্কেট কর্তৃপক্ষ, ফিন্যান্সিয়াল এক্সচেঞ্জ, আঞ্চলিক কোম্পানি ও ব্যাংকসহ মোট ১৫০ অংশগ্রহণকারী এতে উপস্থিত থাকবে।
প্রতিষ্ঠানগুলো তাদের সফল আইপিওর বাস্তবায়নের নানা দিক তুলে ধরবে।
এই সামিটে কিভাবে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজার থেকে অর্থ সংগ্রহ করা যায় তার দিক নির্দেশনা সম্পর্কেও আলোচনা হবে। শীর্ষ পর্যায়ের ইস্যুয়ার প্রতিষ্ঠান, স্টক এক্সচেঞ্জ, বিনিয়োগ ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠান বাজারে তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরবে। সামিটে আঞ্চলিক এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা বিভিন্ন সেমিনারে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
(ইউএম/এসএএম/ ১২ মার্চ ২০১৭)