দক্ষিণ আফ্রিকায় ২৪০ কোটি ডলার বিনিয়োগ করবেন ভারতীয় ধনকুবের

বিনিয়োগবার্তা ডেস্কঃ ঢাকাঃ ভারতের সেরা ধনীদের একজন অনীল আগরওয়াল। খনি ব্যবসা করে বিলিয়নেয়ার হয়েছেন তিনি। এবার ২৪০ কোটি ডলারে আরেক খনি কোম্পানি অ্যাংলো আমেরিকানের শেয়ার কিনছেন। পারিবারিক ট্রাস্ট ভলকান ইনভেস্টমেন্টের মাধ্যমে তিনি এই ব্যক্তিগত বিনিয়োগ করতে চান।

এক বিবৃতিতে আগরওয়াল বলেছেন, আমাদের পারিবারিক ট্রাস্টের জন্য এটি খুব আকর্ষণীয় একটি বিনিয়োগ হবে। অ্যাংলো আমেরিকান কোম্পানি একটি চমৎকার সম্পদ সমৃদ্ধ অসাধারণ প্রতিষ্ঠান।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, আগরওয়ালের বিনিয়োগ নিশ্চিত হলে দক্ষিণ আফ্রিকা ভিত্তিক জায়ান্টটির ১২ শতাংশ শেয়ারের মালিক হবেন আগরওয়াল। ফলে পাবলিক ইনভেস্টমেন্ট করপোরেশনের পরেই দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী হবেন এই ভারতীয়। এই প্রতিষ্ঠানটি দক্ষিণ আফ্রিকার সরকারি পেনশন ফান্ডে বিনিয়োগ করে থাকে।

৬২ বছর বয়সী এ বিলিয়নেয়ার বিবৃতিতে আরো বলেন, পুরো কোম্পানি কিনে নেয়ার কোনো ইচ্ছা তার আপাতত নেই।

তবে অ্যাংলো আমেরিকান এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

আগরওয়ালের মালিকানাধীন খনি কোম্পানির নাম বেদান্ত রিসোর্সেস। ১৯৭৯ সালে এটি প্রতিষ্ঠা করেন তিনি। জিংক, সীসা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম এবং লোহার আকরিকসহ নানা পণ্যের ব্যবসা তার। প্রাথমিকভাবে ভারতে ব্যবসা শুরু করলেও দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশে এখন ব্যবসা সম্প্রসারণ করেছেন।

অ্যাংলো আমেরিকান তামা, লোহার আকরিক এবং প্লাটিনাম খনির ব্যবসা করে। ডি বিয়ার্স নামে তাদের একটি হীরার ব্র্যান্ডও আছে। গত ১২ বছরে কোম্পানির শেয়ারের দাম ১৬৪ শতাংশ বেড়েছে। লাভে আসার আগে ২০১৫ সালের শেষ নাগাদ ব্যাপক পরিবর্তনের ঘোষণা দিয়েছিল কোম্পানিটি।

এদিকে গত বৃহস্পতিবার (১৬ মার্চ) লন্ডনে অ্যাংলো আমেরিকান এবং বেদান্ত রিসোর্সের শেয়ারদর ৮ শতাংশের বেশি বেড়েছে।

আগরওয়াল অবশ্য দেশেও বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। বুধবার (১৫ মার্চ) একটি ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, খনিজ সম্পদ সমৃদ্ধ ঝাড়খণ্ড রাজ্যে তিনি কমপক্ষে একশ কোটি ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করেছেন। সেখানে নতুন একটি ইস্পাত কারখানা করারও ইচ্ছা আছে তার।

সূত্র: সিএনএন

(আরআর/১৮ই মার্চ ২০১৭)


Comment As:

Comment (0)