যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের কাছে পুলিশের ওপর হামলা; নিহত ১
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের কাছে ছুরি দিয়ে পুলিশকে আঘাত করার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে একজনের মৃত্যু হয়েছে।
লন্ডনের স্থানীয় সময় বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের নেতা ডেভিড লিডিংটনের বরাত দিয়ে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ছুরি নিয়ে পুলিশের উপর হামলাকারী এক ব্যক্তিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি করেছে। এতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তি কে এবং কী কারণে পুলিশকে ছুরিকাঘাত করেছে- সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনের কাছে গোলাগুলির সময় আহত দুই জনকে পার্লামেন্ট গেটের ভিতরেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্যদিকে ওয়েস্টমিন্সটার ব্রিজের ওপর একটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এটি দুর্ঘটনা? না কি পরিকল্পিত আক্রমণ তা নিয়ে সংশয় প্রকাশ করেছে লন্ডনের পুলিশ। আবার পুলিশকে ছুরিকাঘাতের সঙ্গে গাড়ি চাপায় ১২ জন আহত হওয়ার ঘটনার মধ্যে কোনো যোগসাজশ আছে কি না- তাও স্পষ্ট করে বলতে পারছে না পুলিশ।
(এসএএম/ ২৩ মার্চ ২০১৭)