অনুৎপাদনশীল বন্ধ কোম্পানি এবং ডি-লিস্টিং প্রসঙ্গে
মাহাবুব সিদ্দিকী: বাংলাদেশের পূঁজিবাজার মানেই কিছু দুস্ট লোক/গোষ্ঠীর কারসাজির আড্ডাখানা। গুজব ছড়িয়ে বন্ধ কোম্পানির শেয়ার দর ১০/২০ গুন বাড়িয়ে যেমন সর্বশান্ত করেছিল কিছু অবুঝ লোভী বিনিয়োগকারীদের। ঠিক তেমনি ডি-লিস্টিং এর ধোয়া তুলে আবার সেসব শেয়ারে ভয়াবহ পতন। আবার খবর তৈরি হল ডি-লিস্টিং আপাতত হচ্ছে না, আর এই খবরেই আজ অনেক বন্ধ জেড কোম্পানির শেয়ার বিক্রেতাশুন্য।
ডি-লিস্টিং না হলে কি এসব কোম্পানি আবার সোনার ডিম পারা হাস হবে? কখনোই না। তাহলে কি হবে – আবার কারসাজি চক্রের কবলে পরে আবার কিছু লোভী মানুষ সর্বশান্ত হবে। যারা গেম করার তারা অনেক আগে থেকেই অনেক কম দামে জেডের শেয়ার সব হাতিয়ে নিয়েছে। দাম বাড়ায়ে ফিডিং করবে। কারণ তারা অনেক আগেই জানত ডি-লিস্টিং আর হবে না।
এই ইস্যুতে জেডগুলোর দাম অনেক বাড়তেই পারে সে ব্যাপারে আমার কোন দ্বিমত নাই। কিন্ত একটা জায়গায় দ্বিমত আছে। আর তা হল এইসব শেয়ারে বিনিয়োগ করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের লাভ করার কোন সুযোগ নাই। তাই এসব শেয়ারে বিনিয়োগ থেকে সাবধান।
লেখক: মাহাবুব সিদ্দিকী, পুঁজিবাজারের বিনিয়োগকারী।
(বিনিয়োগবার্তা/এসএএম/ ১৫ জুলাই ২০১৯)