মানববন্ধন

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের দাবিতে সিজিইডি ও সিএন’র মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের দাবিতে সেন্টার ফর গ্লোবাল ইনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিইডি) এবং ক্লাইমেট নেটওয়ার্ক (সিএন) এর সহযোগিতায় খুলনা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ টিম মানববন্ধন করেছে।

শুক্রবার জেলার নলিয়ান বাজার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার দাবি তুলে ধরা হয়। একইসঙ্গে পরিবেশ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

মানববন্ধনে স্থানীয় ৫ নং সুতারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আলী ফকির বলেন, সুন্দরবন আমাদের মায়ের মতো। বিভিন্ন সময় আসা ঘূর্ণিঝড়ের সময় বুক পেতে দিয়ে আমাদের রক্ষা করে। সেজন্য সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও সংরক্ষণে গুরুত্ব দিতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সুতারখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদ হাসান ফকির, সামাজিক সংগঠন ‘শিশুদের জন্য আমরা’র সভাপতি বেলাল  হোসেন, ক্লাইমেট নের্টওয়ার্ক অর্গানাইজেশনের সভাপতি আরাফাত হোসেন, সেন্টার ফর গ্লোবাল ইনভায়রনমেন্ট অ্যান্ড  ডেভেলপমেন্ট ( সিজিইডি) এর নির্বাহী পরিচালক আব্দুল ওয়াহাবসহ আরো অনেকে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)