তাপমাত্রা বাড়ছে

যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা

যশোর প্রতিনিধি: যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুর ৩টায় যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির আবহাওয়া দফতর এ তাপমাত্রা রেকর্ড করেছে। 

যশোর বিমানবন্দর মতিউর রহমান ঘাঁটিস্থ আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার বেলা ১২টা পর্যন্ত ছিল ৪০ ডিগ্রি।

এদিকে প্রচণ্ড গরমের কারণে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এ অবস্থায় বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। টিউবওয়েলে পানি উঠছে না। খুব প্রয়োজন না হলে রোদে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, যশোরে গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। লোকজনকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার ও প্রচুর পরিমাণে পানি পান করার পরামর্শ দেয়া হচ্ছে।

গত দুই দিনে সকাল থেকেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এ অবস্থায় কাজে বেরিয়ে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ।

এদিকে গরমের কারণে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। যশোর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে পাঁচ শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ৩৫ রোগী। যার মধ্যে ১৫ জনই শিশু রোগী। 

বিনিয়োগবার্তা/এসএএম//

 

 


Comment As:

Comment (0)