Asrayaon Home Sell in Faridpur

ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ

জেলা প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রামের ওদুত মুন্সীর ছেলে ইউনুছ মুন্সীর বাড়িতে পাকা ঘর থাকা স্বত্বেও আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে বিক্রি করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনুছ মুন্সী স্বাবলম্বী থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষমতার অপব্যবহার করে আশ্রয়ণ প্রকল্প-১ এর একটি টিনের ঘর বাগিয়ে নেন। তার বাড়িতে ইটের পাকা ঘর থাকলেও তিনি সরকারি ঘরটি হাতিয়ে নিয়ে অন্যত্র বিক্রি করেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, সরকার হতদরিদ্র ও অসহায় গৃহহীনদের বসবাসের জন্য ঘর নির্মাণ করে দিয়েছে। সরকারি এই ঘর বিক্রি করার কোনো নিয়ম নেই। আইন অমান্য করে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা তৈয়াবুর রহমান জানান, ইউনুস মুন্সী স্বাবলম্বী ব্যক্তি। তিনি কোনোভাবেই সরকারি ঘর পাওয়ার যোগ্য নন। মিথ্যা তথ্য দিয়ে সরকারি ঘর হাতিয়ে নেন। এরপর তিনি ঘরটি বিক্রি করে সেই জায়গাতে পাকা ঘর তৈরি করেছেন। আমরা এর বিচার চাই।

এনামুল হক নামের স্থানীয় আরেক বাসিন্দা জানান, দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতা খাটিয়ে ইউনুছ মুন্সি ঘরটি হাতিয়ে নিয়েছেন। অথচ ওই এলাকায় অনেক ভূমিহীন ঘর পাওয়ার যোগ্য রয়েছেন। হতদরিদ্র পরিবারকে ঘর না দিয়ে, ইউনুছ মুন্সীর ঘর নেওয়া ঠিক হয়নি। আমরা চাই সরকারি ঘর বিক্রির দায়ে ইউনুস মুন্সির কঠোর বিচার হোক।

এ বিষয়ে অভিযুক্ত ইউনুছ মুন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার স্ত্রী হাফেজা বেগম দাবি করেন, তারা ঘরটি বিক্রি করেননি। আশ্রয়ণ প্রকল্পের ঘরটি ভেঙে বাড়ির এক পাশে নতুন করে আরেকটি টিনের ঘর নির্মাণ করা হয়েছে।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি করা বা ভাড়া দেওয়ার কোনো বিধান নেই। যদি কেউ এমনটা করে থাকেন তা আইনগত অপরাধ। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)