সিরাজগঞ্জে ৯ ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা
জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের দুই উপজেলায় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট পোড়ানোর দায়ে ৯টি ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একটিকে বন্ধ ও একটির চিমনি ভেঙে ফেলা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সদর ও রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। এতে অবৈধ ইটভাটা মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে ৯টি ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা, একটির চিমনি সম্পূর্ণ ভেঙে ফেলা ও আরেকটি বন্ধ করা হয়েছে।
রায়গঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেশ কিছু ইটভাটা মালিক ইট পুড়িয়ে যাচ্ছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় রায়গঞ্জ উপজেলার মেসার্স সুরমা ব্রিকসকে পাঁচ লাখ, এইচ এস ব্রিকসকে পাঁচ লাখ, এইচ আলী ব্রিকসকে পাঁচ লাখ, এসএনবি ব্রিকসকে চার লাখ, সান ব্রিকসকে পাঁচ লাখ, হিরো ব্রিকসকে পাঁচ লাখ, সুপার ব্রিকসকে দুই লাখ ৫০ হাজার, রেজা ব্রিকসকে দুই লাখ ৫০ হাজার এবং সদর উপজেলার মেসার্স রাইন ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা ও আংশিক চিমনি ভেঙে ফেলা হয়। এছাড়া জেনিন ব্রিকসের চিমনি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে ও আলফা ব্রিকস বন্ধ ঘোষণা করা হয়েছে।
অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, র্যাব-১২ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//