জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৭ এর উদ্বোধন
বরগুনা প্রতিনিধি, বিনিয়োগবার্তা: `জাটকা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না।` এ স্লোগানে হাজারো জেলেকে সঙ্গে নিয়ে জাটক সংরক্ষণ সপ্তাহ-২০১৭ এর উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।
বাংলাদেশ মৎস্য অধিদফতর আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার দুপুরে বরগুনার আমতলী সরকারি কলেজ মাঠে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থানা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শমভু, বরগুনার জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, বরগুনার জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম, পুলিশ সুপার বিজয় বসাক পিপিএমসহ নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন শেষে মাননীয় মন্ত্রী মোহাম্ম ছায়েদুল হকের নেতৃত্বে বরগুনার পায়রা নদীতে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
(এমআইআর/ ১৫ মার্চ ২০১৭)