চট্টগ্রামে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, চট্টগ্রাম: চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ২৫তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা।নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু। ইতোমধ্যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

তবে আজ (রবিবার, ১৯ মার্চ) মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও মেলা পুরোপুরি শুরু হতে আরো ২/৩ দিন লেগে যাবে। শনিবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে মেলায় এখনো স্টল, প্যাভেলিয়নসহ বিভিন্ন অফিস স্থাপনার কাজ চলছে।

চার লাখ বর্গফুটের অধিক জায়গাজুড়ে আয়োজিত মেলায় এবার ১৬টি প্রিমিয়ার গোল্ড প্যাভিলিয়ন, ৪টি মিনি মেগা প্যাভিলিয়ন, ৫টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ১০টি স্ট্যান্ডার্ড প্যাভিলিয়ন, ১৭২টি প্রিমিয়ার মেগা বুথ, ২২টি মেগা বুথ, ১০টি প্রিমিয়ার গোল্ড বুথ, ১৬টি প্রিমিয়ার বুথ, ১৪টি স্ট্যান্ডার্ড বুথ, তিনটি রেস্টুরেন্টসহ ৩৫টি প্যাভিলিয়ন, পার্টনার কান্ট্রি থাই জোন, তিনটি আলাদা জোন নিয়ে ৪৫০ অধিক প্রতিষ্ঠান মেলায় অংশ নিচেছ। অন্যান্য বছরের মতো থাইল্যান্ড মেলার পার্টনার কান্ট্রি হিসেবে ৫ হাজার ৪০০ বর্গফুট জায়গা নিয়ে মেলায় অংশ নেবে।

জানা যায়, শিল্পমন্ত্রী ছাড়াও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ও এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি মো.শফিউল ইসলাম (মহিউদ্দিন) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মাসব্যাপী এ মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। দর্শনার্থীদের জন্য টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

 

(ইউএম/ ১৯ মার্চ ২০১৭)


Comment As:

Comment (0)