চুয়াডাঙ্গায় ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ১৩, আহত আরও ১০জন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষে ১৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। রবিবার (২৬ মার্চ) সকালে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, দ্রুতগামী একটি ট্রাক ভটভটিকে পেছন থেকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতদের লাশ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতদের অধিকাংশই পেশায় শ্রমিক, তাদের বাড়ি দামুড়হুদায়। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি কেউ।

(এসএএম/ ২৬ মার্চ ২০১৭)


Comment As:

Comment (0)