জঙ্গি আস্তানা সন্দেহে, কুমিল্লায় এক বাড়ি ঘিরে রেখেছে র্যাব
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, কুমিল্লা: মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রাখার রেশ কাটতে না কাটতেই এবার কুমিল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও র্যাব।
বুধবার বিকেলে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি সংলগ্ন গন্ধমতি এলাকার কবরস্থানের পাশের ‘আরমানী’ নামের ওই ভবনে জঙ্গি রয়েছে এমন খবরে র্যাব-পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা বাড়িটি ঘিরে ফেলে।
বিকেল সাড়ে ৪টার দিকে ওই বাড়িটি ঘিরে অবস্থান নেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
র্যাব-১১ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, বাড়ির ভেতরে এখনও তল্লাশি চালানো শুরু হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পদক্ষেপ গ্রহণ করা হবে। এর বেশি কিছু বলা যাচ্ছে না।
(ইউএম/ ২৯ মার্চ ২০১৭)