সম্পাদক

পুঁজিবাজারে বিনিয়োগে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই

আমাদের দেশের পুঁজিবাজারে অধিকাংশ সাধারণ বিনিয়োগকারীরা প্রতিদিনই মুনাফা করতে চান। কিন্তু তা কখনোই সম্ভব নয়।  অনেকটা স্বাভাবিক বা নানা কারণে পুঁজিবাজারে যেমন উর্ধ্বমুখি অবস্থা বিরাজ করে কিছু যৌক্তিক কারণে বাজারে আবার সাময়িক মন্দাভাবও বিরাজ করতে পারে-এই সত্যটা বিনিয়োগকারীদের উপলব্ধি করতে হবে।

সাম্প্রতিক বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, গত কয়েকদিন ধরে দেশের পুঁজিবাজারে কিছুটা মন্দাভাব বিরাজ করছে। এই সময়ে টার্নওভার যেমন কিছুটা কমেছে, তেমনি অনেক শেয়ারের দরও কিছুটা কমে এসেছে। কিন্তু এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, পুঁজিবাজারে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ অনেক কোম্পানির ডিসেম্বর ক্লোজিং অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত পুরো বছরের আর্থিক প্রতিবেদন তৈরি করতে হবে। এমতাবস্থায় সেসব প্রতিষ্ঠানের হাতে থাকা শেয়ারগুলো বিক্রি না করলে বার্ষিক প্রতিবেদনে হিসাব ঠিকভাবে প্রকাশ করা যাবে না। স্বচ্ছ আর্থিক প্রতিবেদন প্রকাশের স্বার্থে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ডিসেম্বরের শুরু থেকেই শেয়ার বিক্রি শুরু করে। স্বাভাবিকভাবেই এ সময়টায় সেল প্রেসার বেশি থাকে। আর জোগান বেশি থাকলে চাহিদা কমে এটি অর্থনীতির অতি সাধারণ সূত্র। সঙ্গত কারণেই বাজারে শেয়ারের দর কিছুটা নিম্নমুখী হয়। কিন্তু এ নিম্নমুখিতা ধসে পরিণত হয় তখনই-যখন সাধারণ বিনিয়োগকারীরাও প্রতিষ্ঠানের দেখাদেখি তাদের হাতে থাকা শেয়ারগুলো বিক্রি করতে শুরু করেন।  এক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো শেয়ার বিক্রি করছে প্রয়োজনে আর সাধারণ বিনিয়োগকারীরা বিক্রি করছেন অজানা আতঙ্কে।

এছাড়া দেশে একাদশ জাতীয় নির্বাচনের বাতাস বইছে। আর কদিন বাদেই বহুল প্রতিক্ষিত সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে অনেক মানুষ নিজ নিজ এলাকামুখি। শেয়ারবাজারের বিনিয়োগকারীরাও এর বাইরে নন। এক্ষেত্রে তাদের ব্যবসায় মনোযোগ একটু কম। একারণে সম্প্রতি পুঁজিবাজারে একটি নিম্নমুখি প্রবণতায় পড়ে থাকতে পারে।

নদীর জোয়ার-ভাটার মতোই পুঁজিবাজারের উত্থান-পতন হয়। বিশ্বের সব পুঁজিবাজারেই দর ওঠানামা করে। সেখানকার বিনিয়োগকারীরাও মুনাফা এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু সেটা পুঁজিবাজারের স্বাভাবিক আচরণ হিসেবে তারা মেনে নেয়। অথচ, আমাদের এখানে দর বাড়া কিংবা দরপতন দুটোতেই আতঙ্ক। এখানে বিনিয়োগকারীদের অতি অল্প সময়ে মুনাফা অর্জননের মানষিকতা থেকে বের হয়ে ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। পাশাপাশি পুঁজিবাজার থেকে মুনাফা তুলে নিতে সচেতনতার সঙ্গে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে।

(বিনিয়োগবার্তা/ ১৫ ডিসেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)